ডারউইন পরবর্তী
জানি—তীক্ষ্ম তলোয়ারে
এই সহজাত যুদ্ধ
যারা ডেকে এনেছে
তারাই সহর্ষে সহস্রবার
দিয়েছিলো প্রতিশ্রুতি!
এমন নির্জন হ্রদ কেটে
কেবল মানুষই ডুবাতে পারে
সংগীতময় জাহাজ!
মূলত
যার নিভে যায়
সে বুঝে—
নীলাভ শীখাও
কতটা মুখ্য
যদি পায়রা উড়ে যায়
কিঙবা নাচঘরের মিউজিক থেকে
ভেসে আসে সমূহ বিলাপ
তবে জেনে রেখো
মানুষ মূলত
বেঁচে থাকে এসবের প্রেমে।
তোমরা তাদের আগুন নিভিয়ে
খামাখাই জ্বালিয়ে দিচ্ছো
ইন্দ্রীয় উৎসব!
১৯.০৮.২০১৬
1 মন্তব্যসমূহ
Oshadharon!
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন