অনুক্তা ঘোষাল

অনুক্তা ঘোষাল


হিমেল পালা

হিমপলাশির স্বপ্ন বোনে রোদ মাখা কাঠ তন্দুরি,
শাড়ীর সুতোয় নিটোল বুনোট,নক্সীএবংচান্দেরী।
ছলকেওঠা লালগোধূলির শেষ চুমুকের হেরফেরে
হিমেল কাচে আঙুল দেখি শব্দ লেখে মন মেরে ।

প্রেম পিয়ানোর আত্মঘাতী সুরগুলো সব থমকে চুপ-
বিলাস ভুলে গালের টোলে মুচকি হাসি আজ বেকুব ।
সাধের ছিলিম সাধছে টোড়ি, অবাধ প্রলাপ আনমনে,
আমেজ  জমে জলসাঘরে মশলাচায়ে বিটনুনে।

চিনা পিরিচ তুলছে ধোঁয়া, আড্ডা গরম ফায়ারপ্লেস,
ইস্পাতে আঁচ মাখায় হাপর, রাত দেখে প্রেম নির্নিমেষ ।
সুরের সুরায় মিশছে হাসি, গরম কফির  মজলিসে -
হিমেল পালার গল্প শুনে স্বপ্ন ভাসে টাইগ্রীসে ।।







একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন