পারমিতা চক্রবর্ত্তী

পারমিতা চক্রবর্ত্তী

আমি ও আমার ব্যর্থ কবিতা

ব্যর্থ কবিতার খাতায়
আগুন পোহায় বিষণ্ণতা
কম্বলের একপ্রান্তে লেগেছে দাবানল
অন্যপ্রান্তে অলকানন্দা

আমার বারন্দায় রোদ আসে
মাঝে মাঝে
প্রসন্ন ফল বেড়ে উঠেছে
তেতো টবে

সংক্ষিপ্ত করেছি ভিটামিনের
নাইট ডোজ
আখরোট চোখ হেঁটে চলে
বনভুজি রাজপথে

রোদ্দুরের আইডাই শব্দ শোনা
যায় পেট পর্যন্ত ......
আমার ঠোঁট পড়ে আছে মাটিতে





পারমিতা চক্রবর্ত্তী পারমিতা চক্রবর্ত্তী Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.