আমি ও আমার ব্যর্থ কবিতা
ব্যর্থ কবিতার খাতায়
আগুন পোহায় বিষণ্ণতা
কম্বলের একপ্রান্তে লেগেছে দাবানল
অন্যপ্রান্তে অলকানন্দা
আমার বারন্দায় রোদ আসে
মাঝে মাঝে
প্রসন্ন ফল বেড়ে উঠেছে
তেতো টবে
সংক্ষিপ্ত করেছি ভিটামিনের
নাইট ডোজ
আখরোট চোখ হেঁটে চলে
বনভুজি রাজপথে
রোদ্দুরের আইডাই শব্দ শোনা
যায় পেট পর্যন্ত ......
আমার ঠোঁট পড়ে আছে মাটিতে
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন