তাসুমনির ছড়া
১।
তাসু মোনা এবার তুই বলতো সোনা
সব চেয়ে তোমায় কে বাসে ভালো ?
মা-বাবা,না তোমার ঐ ঠাকু মোনা-?
কেন-? তোমরা আমার সবাই ভালো ।
আমার মত তোমরা কেউ জানো না
তোমাদের স্নেহমাখা আদর গুলো ।
ভরিয়ে দিয়েছে আমার এই পরাণখানা
তাই শুনে রাখো আমার কথা গুলো ।
যাদের নিজেরেই নিজে নাইরে জানা
সে আর ভালো মন্দের কি বুঝবে বলো ?
২।
তাসু মনির এই পাঁয়রা দুটো
আজ ফ্যাকন ধরেছে,
তাই না দেখে তাসু আমার
যেন চুটকি মেরেছে ।
চুটকির তালে নাঁচে পায়রা
যেন তার রাঁঙ্গা দুটি পায়,
মৃদুল দোলা উড়ছে পালক
তুল-তুলে তার গায় ।
আজ মুক্ত মনে পায়রা দুটো
উড়ছে সবুজ বনে,
বাক বাকুম বাক ডাকে পায়রা
অনেক স্বপ্ন নিয়ে মনে ।।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন