সত্য
জানবে যখন লোকে দেয় গাল
তোমার সত্যের পথ করেছে কামাল।
আঘাত না পেলে কি কেউ গাল পাড়ে
সত্যের পথে যিশু ক্রুসে মরে।
চৈতন্য কে সমুদ্র পাড়ে দেওয়া হয় কবর
তবু সত্য অমৃত আজও দেয় জীবনের খবর।
অতি কথন
অতি বড় ফেমিনিস্ট আর অতি বড় কমিউনিস্ট দুটো কেই লাগে ভয়।
শুধু হাত তালির লোভে নারীবাদী গরীব দরদি হয়ে যায়।
অতি বৃষ্টিতে বন্যা; অতি গ্রীষ্মের খরা।
অতি যত্নে স্বাস্থ্য হানি ;অতি মানে বাড়ে হয়রানি।
অতি পিরিত ভালো নয়।
অতি ধনে অনিবার্য অনর্থ হয়।
অতি স্নেহে শিব গড়তে গিয়ে হয় বাঁদর।
বেশি কাঁচলে ছেড়ে চাদর।
অতি কষ্টে প্রাণ যায় যায়।
অতি সুখ অসুখ ছড়ায়।
অতি ভক্তি চোরের লক্ষণ।
অতি সন্ন্যাসীতে নষ্ট গাজন।
অতি বড় ঘরনি না পায় ঘর,
অতি বড় রমনী না পায় বর।
খনার বচন।
জানে সর্বজন।
অলভ্য ঘোষ
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন