রত্নদীপা দে ঘোষ

রত্নদীপা দে ঘোষ

থামছেই না 

ননস্টপ থামছেই না

একবার থামলেই
তোমার ফিরে আসা কত
সহজ হয়ে যেতো বলো
একই রেডিয়াসের ভেতর
মুখতোড় অ্যাভিনিউ দিতুম
জাঁদরেল লেনদেন

খানিক জড়াজড়ির পর
একটা কনডোম
দু’জনের মাঝখানে
টুকটুকে হানিডিউ

ডিম ফোটা অব্ধি
কনকনে তাপ
কনডোমের মেরুদণ্ড বাঁকতো না
এতটুকু

সোজাসুজি
দাঁড়িয়ে থাকতো স্ক্যান্ডাল বরাবর
আই অ্যাম ড্যাম শিওর

তুমি কি বলো








রত্নদীপা দে ঘোষ রত্নদীপা দে ঘোষ Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.