এতো আলো এতো রঙমশাল।
রাজপথ তোর, আমার নয়?
আমি মিছিলের ভোরে হেঁটে যাই
ফুটপাতে শুয়ে থাকি
দেখি নূতনত্ব গাড়ি মানুষ স্বভাব জমকালো মশাল
রাস্তা জুড়ে কালি দিয়ে লেখা
বাঁচব কি তাহলে এভাবেই বাঁচব
আর মরলে?
তোরা হেঁটে যাস
কেউ সাহেবি কায়দায়, কেউ ছিমছাম
কেউ বা আবার শহুরে থেকে অনেক আলাদা
শুধু রাজপথ দেখে যায়।
" আজ রাতে তোর বাড়ি যাব "
এই একটা কথায় কি আরো খানিকটা
বলা হয়ে যায়...
দ্যাখ আমি হিসাব বুঝিনা
আমি শুধু শিশুদের মাথায় হাত রেখে বলতে পারি
এই মানব সংসারে এখনও দারিদ্রতা আছে।
শুধু বেভুলের ন্যায় অনেকের গায়ে রঙআলো'র
ছটা লাগেনি।
আমি আবারও কাল দেখি
দেখি সময়ের কতটা বয়স বাড়ল
দেখি আরও কতটা প্রাণ নিছকি আড্ডা নামক
বেঁচে আছে।
তবে রোজ কালকের জন্য তোদের আমোদ চলুক।
চলবে ঘোড়া চলবে মানুষ
চলুক তাহলে সব-ই
আমার দারিদ্রতা আমার
তাই ফুটপাতে শুয়ে চতুরতা দেখি।
" রাজপথ আমারও "
রূপক গুহ
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন