যখন যেমন চায়
সবই সে গুছিয়ে রাখতে পারে
মুক্ত নীলাকাশ কিম্বা ঘামসিক্ত জামা
যেখানে যতটুকু ধরে।
অরণ্য প্রতিম তার মায়া
তার চোখে উদাসী বাউল হয়ে নাচে
দুপুরের রোদ কিম্বা বিকেলের চলে যাওয়া ছায়া।
অবহেলা তার কাছে আর এক আদর
ভালোবাসে মাঝিদের জল ছেড়ে ছুটে যাওয়া
নদীটির তীর বরাবর।
কখনো সে কাছে ডাকে কখনো সরিয়ে দেয় দূরে
যখন যেমন চায়
হরিণ বা বাঘশিশু
শুয়ে থাকে তার কোল জুড়ে।
তারাশংকর বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

খুব সুন্দর অনুভবের কবিতা।
উত্তরমুছুনঅনেক শুভেচ্ছা স্বপন
উত্তরমুছুনঅনেক শুভেচ্ছা স্বপন
উত্তরমুছুন