বন্ধুর নাম বৃষ্টি
দু-হাতে মুঠো শিল কুড়িয়ে কাকস্নানের পর মাএর বকুনি খেলে
তুই আমার বন্ধু-
পরীক্ষার খাতা বেরোনোর দিন স্কুলে হঠাৎ রেনি-ডে হলে
তুই আমার বন্ধু -
ঠাকুমার পানের গাল বেয়ে পক্ষীরাজে চড়ে রূপকুমার এলে
তুই আমার বন্ধু -
রাতে মাএর বুকে মুখ গুঁজে তোর সুরে সুরে স্বপজাল বুনলে
তুই আমার বন্ধু -
প্রথম তোর জামা গায়ে আমার জন্য কেউ অপেক্ষা করলে
তুই আমার বন্ধু -
দুরুদুরু বুকের খাঁজে খুব গোপনে প্রথম চিরকূটের চারভাঁজে
তুই আমার বন্ধু -
অনেকটা পথ ওর নিকোটিনে ভেজা আঙুল ছুঁয়ে হাঁটলে
তুই আমার বন্ধু -
এক ঝাপটে নিভে যাওয়া মোমবাতির নীচে প্রথম অবশ চুম্বনে
তুই আমার বন্ধু -
শুধু একবার দেখবে বলে, একবুক জল পেরোনো গলির মোড়ে
তুই আমার বন্ধু-
সারারাত আদরের বানভাসি সুখে ভেসে যাওয়ার মুহুর্তে
তুই আমার বন্ধু-
ছাতা ছাড়া নীল নীল শাড়িতে আমার ময়ূরী আনন্দে
তুই আমার বন্ধু -
মা-এর স্থির শরীরটা ছাই হওয়ার আগে, আগুনের অপেক্ষায়
তুই আমার বন্ধু -
আজও চোখের জল লোকাতে তোর টুপটাপী আড়ালে
তুই আমার বন্ধু -
আমার কবিতার শেষ অন্তমিলে বাঁচতে চাওয়ার নেশায়
আজও তুইই আমার বন্ধু ।।
সুমনা পাল ভট্টাচার্য্য
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন