অন্ধকার রাত
আমি অন্ধকার রাত ছুঁয়ে থাকি
চেনা মুখোশ খুলে রাখার রাত।
একটি একটি করে মুখোশ গুলো লুকিয়ে ফেলার চেষ্টা করি,
তখন আত্মমগ্ন ক্রীয়াশীল পৃথিবী পুরুষ আর
তার অহংকারের লৌহদন্ডে স্বাধীন পতাকার জয়ধ্বনি – এসবই রাতের অন্ধকারে।
শুধু কয়েকটি রাতজাগা পাখি আর চাঁদ তারা হেসে ওঠে আমারই মতো।
প্রতিদিন একটি নতুন ভোর হয়।
ভাবি একটি নতুন দিন অথচ পুরোনো মুখোশ সব
হেঁটে হেঁটে ফিরে আসে।
প্রতিরাতে মুখোশ খুলে রেখে আত্ম সুখে মগ্ন বিভোর।
চাঁদ তারা নিশাচরে ধরে থাকে হিমে ভেজা হাত।
মন্দিরা ঘোষ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন