প্রদীপ চৌধুরী



সেই রোদ্দুর

সূক্ষ্ম এক ভালবাসার জাল ছিঁড়ে
আজ জানলার ধারে সে আমার প্রতীক্ষায়
প্রহর গোনে।
তার উষ্ণ স্রোতে একবার আমার কোমল কণ্ঠে
তার নরম স্পর্শ দিয়ে দিয়ে যায়।
আমি রোদ্দুর কে আর জড় ভাবিনা
ভাবি আমার জীবন সঙ্গী, চলার সাথি।
তাই ভালবেসে তার নাম দিয়েছি আভা।
সদ্য সকালে জানলায় ফোটা প্রেম যখন
বিকেলে বিরহের গান শোনায় নদীর তীরে,
তখনও আমি তার নেশায় মুগ্ধ পথিক।
আজ ভেবে রেখেছি কাল সকালে
ভালবাসার সব কথা বলে দেবো তারে,
জানিনা তবে কেন একমুঠো মেঘ
বারবার আমার সদ্য নরম ভালবাসায়
কলঙ্কের বিন্দু চিহ্ন রেখে যায়।

প্রদীপ চৌধুরী প্রদীপ চৌধুরী Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.