মিলন সুখে
চল কেনে ,দোলের মিলাটতে যাই
কাঁচের চুড়ি লুব ,কানে দুব ঝুমকো
ঝিকির মিকির জোনাকজ্বলা টিপ !
পায়ে লুপুর, চুটকি ...
বউ ,ইত্ত বায়না করিস কেনে
তুকে সুহাগ দুব ,তু যত্ত চাস !
দিখ ,আকাশে কিমন চাঁদ উঠিয়্যছে
তুর চাঁদপারা মুখ ছুঁইছে !
মহুয়ার বনে নেশা লেগ্যেছে ।
মাদল বাজে ,তুর লাচ দেখি ,
তালে তালে অঙ্গ দুল্যে ,বুকের পরে -
মুদের ঘরে দিখ কিমন সুখ ভেস্যেছে ।
কোয়েলী ঘোষ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন