গোপন কলঙ্ক
গঙ্গায় ডুব দিয়ে এলাম
ভোরের সূর্য তর্পন বেশ লাগল
ঝরঝরে মন নিয়ে ফেরা
জীবন মানে রঙিন মায়া ধোয়া জল
দিন গুলো অফিস ফেসবুক স্বপ্ন, চ্যাটবক্সে ঘনিষ্টতা
রাতগুলো অরিজিৎ সিং এর গান, হোয়াটস আপ
আবার ছন্দে সুরে যাপন
নো পাপ কথন
আগোছালো চারপাশ ট্রেন লাইনে উঠে পড়েছে।
চোখের সামনে ডেস্কটপে মৃত মুখের ছবি
টাইম লাইনে শোকবার্তা
কিছুদিন আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া যুবতীর
ঘুমন্ত বাড়ি ফেরা
আতি পাতি করে খুঁজেও নিজেকে পেলাম না
ইনবক্সে লুকিয়ে থাকা কলঙ্কেরা গোপন খেলায় মেতেছে।
নতুন পথে ফিরো
হয়তো ভুল করে অন্য পথে চলেছ
নন্দনবনের খোঁজে
ফেলে গেছ তোমার ব্যাক্তিগত কোন।
আমি রোজ ঝাড়পোঁছ করি
এলোমেলো সময়, বেশী বেশী প্রেম
আলগা ইচ্ছে , অহেতুক রাগ, লুকোনো বিষ
আলগোছে পড়ে থাকা ঘনতা পাতলা হচ্ছে।
যে পথে গেছ সে পথে ফিরো না
পৃথিবীর বুক থেকে নোংরা কাঁদা
লুকোনো পাথর গোপন গন্ধ
খুঁড়ে খুঁড়ে তুলে ডাই করা আছে ওপথে
একটু দেরি হবে তবুও ঘুরপথে ফিরো
নতুন ইটপাতা আছে যে পথে
আমি খিচুড়ি রেঁধে রাখব।
একমুঠো প্রলাপ
ঠিক কবে তুমি চলে গেলে বলতে পারো?
কবে কান্নায় নেমে এলাম আমরা
জীবন ফেরার হল কবে?
রাতের দেয়ালে বৃষ্টি
জীবানুনাশক ছড়িয়ে মুছেছি
রোজ রোজ হৃৎপিণ্ড ভেঙে ভেঙে উঠে আসা দূরত্ব
আলোকবর্ষ পেরিয়ে সূর্যস্নানও সেরে নিল
মনন্তরের শেষে কবে থেকে শুরু হল
মলাটের ভেতরের গল্প?
চুপ বারান্দায় টাঙিয়ে রাখা মেঘালয় থেকে
টুপ টুপ ঝরে গেল প্রাচীন রূপকথা
ভেসে যেতে যেতে জীবনের তাকে
একমুঠো প্রলাপ তুলে রাখি ।
শুক্লা মালাকার
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন