মন মন
ফেলে যাচ্ছি কিছু অসুবিধা
যেখানে জ্বলছে আগুন অসময়
উড়ছে আঁচল
বিড়বিড় করে ঘরের মেঝ
পথের দু ধারে
মেরুদণ্ড ভাঙা বিষের দোকান
সোনালী হলুদ
যে দরজার দিয়ে ভেতরে আসা
তার নাম 'মন';
সুখ ঘুম আলোয় আলোয়
ঘুরপথে ক্ষয়
ক্ষয়রোগ ছাড়িয়ে গেল চোখ
যুগলবন্দী
হলো অ-সুখ গণতন্ত্রে।
নরম মুখের
স্বপ্ন তবে কে গিলে? কে খায় ভোরের সূর্য?
পৃথিবী জুড়ে মরণোত্তর প্রক্রিয়া
মরণোত্তর পদক হাওয়ায় হাওয়ায়
মুখোশে জবুথবু জ্ঞানী গুণী
কবি লেখকও তোতলানো অবস্থায়।
এসে গেছি আত্মিক ক্ষুধায়
চাই বুকভর্তি মানুষের মন
আর
উধাও হয়ে যাওয়া নিঃশ্বাস
কোথায় আছ তোমরা বন্ধু?
সাড়া দাও
পরিচিত হয়ে ওঠুক দীর্ঘশ্বাস।
যন্ত্রণা
পৃথিবীতে মুখোশের দেওয়াল আমি চিনেছি
দেখেছি কথা বলার স্বার্থ
তারপর
বেমালুম বাতাসে মিলিয়ে যাওয়া;
উফ! এই বুক আর কতো সয়বে মৃত্যুশোক,
তার চেয়ে চলে যাও
চোখ বুজে যতদূর পারো
হেঁটে যাও পৃথিবীর পথে
শহর বাড়ছে এই রাতেও।
মুক্তি
চিনে নাও গাছেদের শিকড়
দাম্ভিক ক্ষমতার হিটলার মীরজাফর
যত মৌলবাদ দেশদ্রোহী সন্ত্রাস
এরা কাটা নখ
না মরে, না পচে, না ভাসে;
জয়তু আরব বসন্ত
জ্বলন্ত নিঃশ্বাস
জয়তু শান্তি
চেতনা-প্রেরণা-সাহস
তারপর প্রাপ্তি।
ঐশী দত্ত
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন