জয়দীপ চক্রবর্তী



বিষন্নতারশব্দমালা29

সামান্যই দৃষ্টিগোচর পূর্বাভাসে ইচ্ছামতির রাত নিদ্রাহীন।
ভীষন খিদে ভরা চাঁদ কামড়ায় শিশু নিয়ম রহিত।
কালোটাকা আর অপুষ্টির শৈশব রাষ্ট্র তবুও নিষেধ অবিরত আঁকে।
মিড-ডে-মিল আর হরেক শ্রী-এর গাজর ঝুলিয়েছে রাষ্ট্র ভালোবেসে!

গহীন অরণ্য, পাহাড় কিংবা কাঁটাতারে প্রায়ই দিন সঙ্গীন!
বীরত্বের সিলছাপ চিহ্ন যখনতখন বেওয়ারিশ আসে কফিন।
মানচিত্র ও মানচিত্র ছাড়িয়েও বারুদের গন্ধ একাকার আসমান-জমিন।
মানুষের না গরুর জীবনের মূল্য অধিক এই নিয়েই রাষ্ট্রীয় কর্মসূচি মাত্রাধিক।

রক্তের উৎসব আর ঠান্ডা ঘরে উচ্চারিত রাষ্ট্রের প্রতি গণতান্ত্রিক অবশিষ্ট বরবাদ!
কংক্রিটে ও রোশনাই সাধ্য অতিক্রম হাভাতে সূচকে দৃশ্যতই হীরক স্বাদ!
বরাবরই দু'একজন প্রবল বিক্রমে চিবাচ্ছে  অবশিষ্টাংশের গ্রাস...
এইভাবেই প্রতিবার নিয়মমাফিক আসে যায় আমার মনখারাপের স্বাধীনতা দিবস...
                      
জয়দীপ চক্রবর্তী জয়দীপ চক্রবর্তী Reviewed by Pd on আগস্ট ১৮, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.