স্মৃতি
০।
অবনত কয়েকটি বাতাবিলেবু পাতার মোহিত করা ঘ্রাণ,
সোমলতাদের তালতলা মাঠ,শিমুল গাছ ছেড়ে বাঁশ বাগানের পাশ দিয়ে শান বাঁধানো ঘাট।
অন্তর,বাহির ধীর, তুমুল ধীর সরে,সরে যাচ্ছে অনির্দিষ্ট স্মৃতির ধুসর ছিঁড়ে, ছিঁড়ে
এক একটি দিকশূণ্যপুরের পালক...
আদিগন্ত সম্পর্কিত সমূহ ভুলের লাবণ্যে ও তার কিশলয় বেলার অপচয়ের দিকে।
নির্লিপ্ততার সহজ থেকে বেড়িয়ে আসতে চাইছে ধানের গান।
ভাতের থালার না মোছা চিহ্নে জেগে থাকে জখমের প্রাচীন দস্তখত...
১।
যে ঋদ্ধি শব্দহীন অনুরণনের পরিণাম! সুন্দরের বিষয় স্তব্ধতাও এক নদী,
চুপকথা এঁকেবেঁকে গেছে দূরে,
কোন অজানায়...
অকস্মাত্ স্তব্ধতা ছিন্নভিন্ন দূরপাল্লার বাস! দৃশ্যের সংলাপ থেকে তমসা অন্তর্গত- গমনের খেয়ালি লেনদেন।
শব্দের ধারণায় প্রিয়তম কিশলয় বেলার রেণুরেণু মনখারাপের দাওয়া,
মনোরম ঘাতকতার মোহিত করা সুর!
কুচিকুচি ভূগোল বিষয়ক মেধাবী অপমান...
খন্ড খন্ড স্বাদ, কখনও বিস্বাদ, কখনও নীরবতা!
সেইসব ভীষন দিনগুলির মতো তুমুল ইচ্ছেমতি, আর তীরবর্তী একটি বাড়ির গলিপথ....
আজ প্রায় একযুগ পর সেই বাড়ির পার্শবর্তী গলিপথ দিয়ে আশ্চর্যজনক ভাবেই হাঁটতে ইচ্ছা করছে আমার!!!
২।
মানচিত্র ডিঙিয়ে পিপড়াদের মত আসা,
আমাদের প্রায় সবারই।
কবেকার বিষণ্ণ গৃহস্থালি,বাসা...
তন্নতন্ন করে নিরাময়...
আতঙ্ক আর আশঙ্কা!
প্রতিটি অবিরত দিনরাত....
এতটুকু নিরাপত্তা প্রার্থনা!
শুধুই সময় এবং সম্পর্কে-
নির্জনতা বাড়ে!
সমূহ বিপন্নতা ও বরবাদ .....
৩।
কতদিন কুয়োতে আশ্চর্য সমুদ্রের তুমুল ছায়া,
কতই আলোঅন্ধকার কেটেছে স্বপ্নময় কোলাহলে।
নীরবতার গোপনে অন্তর্গত শব্দের বর্ণময় উল্লাস ধারা,
তুমিও কি জীবন চর্চায় নতুন ঘটনা নিতে চাও কথা ও সুরে?
৪।
কবেকার রান্নাবাটি বেলা,মৃত সম্পর্কে অবিরত সাঁতার কাটছে স্বপ্ন।
কখনও কখনও স্তম্ভিত তবুও ধারণার বিষয় বহমানতায় বোধ!
সাঁঝবাতির নাক্ষত্রিক অস্তরাগে সূর্যের ঘুমপাড়ানি'র সংকল্প।
অর্বাচীন আনন্দিত অবাধ,অগাধ পরিশ্রান্ত কান্নাগুলি স্মৃতির অমোঘ সফর...
৫।
কোনও,কোনও বৃষ্টির দিন তুমুন সব রং ধোয়া সাবধানী!
যত মাঠ,ঘাট,পথ ছলাত্ ছলাত্ মনপুর শ্রাবনের কথা ও কাহিনী...
শব্দের খাম খেয়াল ফোঁটা,ফোঁটা বর্ষাকাব্য ঝরঝর জেনো ঝাড়বাতি।
বটের ঝুরির গা'বেঁয়ে সাঁঝবেলা মেখে নেয় জোছনার লাবণ্য কুচিকুচি...
'
৬।
সেই পাখিটি উড়ে,উড়েই এক জীবনে
কতো,কতোই কথা তবু গান হলনা,
হয়তোবা এই জন্মে নয়, কোনও এক শালিখ জন্মে!
এইটুকুই সামান্য বিশ্বাস,কখনও কেড়োনা...
জয়দীপ চক্রবর্তী
Reviewed by Pd
on
আগস্ট ১৮, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৮, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন