পারমিতা চক্রবর্ত্তী

paramita


আমার ইতিবৃত্ত

বৃষ্টি :

বৃষ্টির জলে পুরানো গন্ধ আর পাইনা
তাই বৃষ্টিতে ভিজতে ভুলে গেছি

স্বপ্ন :

আমার ভেজা শরীরে চাঁপা ফুলের রেণু মেশে না আগের মত
তাই আর স্বপ্ন দেখি না

কবিতা:

আমাকে নিয়ে কেউ কবিতা লেখে না
তাই নিজেকে সাজাতে ভুলে গেছি

স্বগত কথন :

পতন অনিবার্য জেনেও খাদের কিনারায় ঝাঁপ দিই
কেউ আটকায় না

বিরহ :

পথের শেষে ইচ্ছানদীর সোহাগ ভরা যৌবন প্লাবিত করে না
তাই নদীর পাশে দাঁড়াই না

স্বীকারোক্তি :

আমার মনে বাসা বাধা ভালোবাসার দেবদারু গাছটাকে কেউ বাড়তে দেয়নি

প্রবাহমান :

বুকের ভেতর জন্ম নিয়েছে ধূসর পাথর
ইচ্ছানদীর স্রোত তাকে ভাসিয়ে
নিয়ে যায় নি

ভালোবাসা :

বৃষ্টির জলে পাথরের রঙ ফিকে হয় নি
বৃষ্টি চাই , বড় ভালোবাসি তোমায়



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ