তন্ময় দেব

tanmay

টোপ




টোপ

কতখানি গভীরে ছিপ ফেললে মাছ ওঠে? পরিমাপটা জানি না…
ফাতনায় আন্দোলন হলে টোপ গিলে ফেলে মাছ;
এটুকু জ্ঞাত

পিচ্ছিল আঁশ। মাছেরা ফসকে যায়…
বড়শির ডগায় ছাইমাখা কেঁচো;  টোপ,
কেঁপে ওঠে মরণসজ্জায়
আমার বেশ কিছু পোষা কেঁচো রয়েছে কাঁচের বয়ামে,
যাদের এককালে মেরুদণ্ড ছিল
বর্তমানে সবগুলি আমার টোপ…



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ