ম্ন
মন
তুই-কাব্যে রামধনু আজ, আকাশ জুড়ে দেখি;
ভালোবাসার রঙ মাখিয়ে উড়িয়ে দিলাম পাখি...
মেঘলা নয় আজ রোদ ঝলমল খুশির সুরতান;
বসাচ্ছি আজ তোর কাব্যে সেই পাখিরই গান।
তার ছোট্ট ঠোঁটে ছোট্ট কথা একটুখানি শুনিস;
তার পালকমাখা মায়াতে একটু আদর বুনিস!
একটু আদর! একটু আদর! অনেকখানি নয়।
এইটুকুই তার জীবন-আশা, আর কিছু না চায়!
নীল
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন