মৌসুমী মিত্র

mousumi

একাকীত্বের বোঝাপড়া

একাকীত্ব বসে আছে পা ছড়িয়ে
অলস দুপুরের হালকা রোদে চুল বিছিয়ে ৷
পাশে বয়াম ভর্তি নানা স্বাদের আচার
রোদ ও মশলার মিশেলে সুস্বাদু হচ্ছে ৷

আঁচলের খুঁটে বাঁধা সুখদুঃখের চাবিকাঠি,
হাতে পানের বাটায় পান, মশলা রকমারী -
দুঃখের খয়ের, সুখের মৌরী, একঘেঁয়ে চুন ৷
মন কিন্তু পাড়ি জমিয়েছে অন্য কোনোখানে
ব্যর্থতার সংগে বোঝাপড়া চলছে যেখানে ৷৷




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন