সফিউল্লাহ আনসারী

ansari

কথা দিলাম…

ভাবনায় সরব উজ্জীবিত তন্ত্রীগুলো।
সুরের মূর্ছনায় জাগরণের বাণী শোনায়।
হতাসা নিমজ্জিত অস্তিত্ব স্বাচ্ছন্দ ফিরে পেয়ে
বেজায় পুলকিত প্রাণ; আজ আসক্তির ঢেউয়ে
খোলে হৃদয়ের সিন্দুক… ! তুমি পুর্ণতা চাও?
বলো,বলে ফেলো অনায়াস; আমি আজ প্রেমিক
এবং কবি।দু:সাহসের উত্তাপ আজ আমার ভেতর
বাহির।তোলপাড় তোলে ভীষন ঢেউয়েরা সমুদ্র সফেন
কবিতার সান্যিধ্যে থেকো পাবে জীবনের স্বাদ;ভালোবাসা
হারাবেনা তার চিরকালিন বিশ্বাস।কথা দিলাম,রেখো কথা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ