বহুরুপী
হে মানবতা , অহিংসার বাণী কি এই অভিশপ্ত শতাব্দির হৃদয় ছোঁয়ে না ?
এত রক্ত , লোভ আর হিংসা নিয়ে কি বারবার সময়ের ইতিহাস লিখতে হবে !
সক্রেটিস , আপনি বলতে পারেন ...
জনগণ যুগ যুগ ধরে অসচেতন কেন সাজবে ?
লজ্জা , বিবেক , ভয়হীন শয়তানদের দাপটে ঠুনকো সম্মান বাঁচাতে ভালত্বের হার ,
কোন সভ্যতা শেখায় বৃদ্ধাশ্রমের সংখ্যাবৃদ্ধির কারণ ,
কোন মানবতার বলে গণধর্ষণ হয় ? খুন করা হয় শিশুকে ।
এত পাপের কালো ধোঁয়ায় ঢেকে যায় সমাজ –
সংস্কৃতি , আমরা অন্ধ ,বোবা , কালা ।
নপুংসক সময়ে আমরাই বহুরুপী , সুবিধাবাদী , বজ্জাত ।
তাই কাঁদে দেশ আর হৃদয় ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন