শেষ লেখা
আজ আত্ম-মৃত্যু সারছি,
এই আমার শেষ,
প্রেম- ভালবাসা, রাজকন্যা, যুগান্তর কিংবা সংবেদনা,
এই সৃষ্টি-তে যা সৃষ্টি দিয়েছি,
তাতে কি কিছু বেঁচে থাকবো না !!
থাকব হয়তো, যতটুকু ঘ্রাণ পেয়েছি,
যতটুকু পাঁজর জুরিয়েছি,
যতটুকু শরীর কুড়িয়ে পেয়েছি,
যতটুকু বিছানা খুঁজে পেয়েছি,
আর যদি নাই বা থাকি, ক্ষতি কি !!
আবার হয়তো জন্ম নেব,
অন্য কোনো দেশে, অন্য কোনো গ্রামে,
বিরল কোনো প্রজাতিতে,
সেবারে হয়তো সার্থক প্রেম হবে,
নিছক ভাবে,
এভাবে খুন হবে না নিম্ন দামে ।
দুস্টু
দু-ফোঁটা ভালো লাগা, মুঠো-তে বন্দী রাখার চেষ্টা,
তবু ওই আঙুলের ফাঁক বেয়ে হারালে,
এবং-সেবং, যদি-তদি, যখন ইতি দিল শেষটা,
ছুট্টে গিয়ে লুকিয়ে গেলে, রুক্ষ-গাছের আড়ালে।|
ওটা-তো অভিশপ্ত গাছ, ফলনে অভিশাপ ঝরে,
পাগল পাগল কৃপণ স্পন্দনের টানে,
এক্পাল্লার প্রাণ নিত্য যে মরে,
ওরে জিয়ন, তোমারে আবার হত্যা দি ?? কোনো জীবনমুখী গানে !!
স্বপ্নের দুয়ারে বাস্তব
ইচ্ছে আছে,
তোর কপাল থেকে লাল উল্কা ফেলবো,
তুই দুই ঠোঁটের মাঝ বরাবর চুমু ছুঁড়ে দিবি,
অহংকারের শৃঙ্গার ঝরে পরবে এক এক করে,
চাদরে ধীরে ধীরে নষ্ট হবি,
তারপর তোর কোলে মাথা রেখে বয়স বাড়বে ।
কিন্তু, কথাটা খুব সরল হলেও জটিলের রহ্স্য় ঠেলে,
তোর সংকলনের পরিভাষার অন্তর্বসনে যোগ্যতা মেলে,
আমায় ছুঁড়ে দেবে যখন,
স্বপ্নের দুয়ারে বাস্তব ঠিকরে পড়বে ।।
যদি এরকম হয়
আমি জানি তুই জানিস কিন্তু প্রকাশ হোলো না,
তুই হয়তো জানলি কোনো গল্পের অজুহাতে,
কোনো ছন্দের লুকোনোতে,
তাহলে কি আর-চোখে আয়নায় তাকাবি?
বেয়াদপ চুলের ঝুঁকে পরার আড়ালে ফিরে তাকাবি!?
আমার কথা ভেবে মনে মনেই ঠোঁট বেকাবি!!
যদি এমন হয়,
অনেক বছর পর স্নান সেরে আয়নায় ছোটো লাল-টিপ কপালে তোলবার সময়, মনে পরলো;
একসময় তোকে এক পাগোল ভালোবেসে ছিলো ।।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন