গোবিন্দ তালুকদার

gobinda

স্মৃতিকাতরতা জাগে

স্মৃতিকাতরতা বুক পকেটে
    থাবা দেয় বারবার বেরোবে বলে!
কলেজ জীবনে ফিরে যাই
তাকাই আকুলভাবে যদিও বন্ধ
কড়ির অভাবে !
আসা যাওয়ার পথে কচিৎ থমকে দাঁড়াই
আমার প্রিয় বালুরঘাট কলেজ
আর সতৃষ্ণ প্রিয় আত্রেয়ী'র বুক.....



গোবিন্দ তালুকদার গোবিন্দ তালুকদার Reviewed by Pd on জুলাই ২৮, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.