একটি উৎসব দিনের অন্তে
এগিয়ে আসে দেবতার রথ
ক্রমশ আরও অগ্রগামী হই
দ্বার ভেদ করে দাঁড়াই দুয়ারে
পরিশ্রান্ত দেবতা তাকিয়ে দেখেন ফালি চাঁদ
গোটা চরাচর ঋদ্ধ হতে থাকে
রথের রশি স্পর্শ করি
শুদ্ধ হয়ে উঠি পরমপুরুষ দর্শনে
আনত হই
পুনশ্চ অবনত হই
বহুদূরে একা বসে
অন্তর্যামী হাসতে থাকেন
রথ নড়ে ওঠে
দেবতাও অগোচর হয়ে ওঠেন..
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন