রত্না দাশগুপ্ত আইচ

Ratnadasgupta

মানবতা অবিবৃত

সকাল এখন রাতের মতোই কালো
রক্তে লাল শ্রাবণ সকালগুলো।
বড্ড ভারী লাগছে মেঘলা আকাশ,
আকাশের বুকে জমছে যত রূদ্ধ দীর্ঘশ্বাস।
প্রতিবাদ গুলো মনের দরজায় সজোরে দিচ্ছে ঘা,
এবার ভাঙুক ভয়ের প্রাচীর
শ্যাওলা ধরা বিবেক কান্নায় ধুয়ে যা
শিরদাঁড়ার কাছে বিনিদ্র জাগে কুন্ডলি পাকানো ভয়!
নুইয়ে পড়া বিবেকগুলো আজ বাজারে বিক্রি হয়।
আমা সীমায় “ এই বেশ আছি”
নিপাত যাক দুনিয়া,
ভ্রান্ত স্বপ্নে ঢেকে রাখে চোখ……খুনীরা পেরোয় সীমানা।

যন্ত্রণাগুলো চেঁচিয়ে ওঠে রোজ বোবা কান্নায়
রক্ত শ্রাবণে ধোয়া লাশগুলো প্রতিবাদে বাঙ্ময়।
ছুড়ির ঘায়ে মুক্ত চিন্তার শরীরটা ক্ষতবিক্ষত
নির্ভিক মুঠোয় প্রাণপনে ধরা মানবতা অবিবৃত।
               



রত্না দাশগুপ্ত আইচ রত্না দাশগুপ্ত আইচ Reviewed by Pd on জুলাই ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.