সুমিত্রা পাল




জরাকে জয় করে

যদিও জরার আহ্বান
মন তবু পুরু
চেতনা অতলান্তিক...
জড়তার ছাপ রেখে যাওয়া সমস্ত কালবেলা
সাঁঝবাতির আলোয় নতুনভাবে গুনেছিল ভাগ্যরেখা।

মঙ্গল খুব কাছাকাছি আর উজ্জ্বল শুক্র
সমস্ত পথ যেন উত্তরণের প্রেক্ষাগৃহ
মনের মাঝে বিস্তৃত নানা আলেখ্য
কখনো সরল কখনো বক্র,
কিন্তু একলব্য সব লক্ষ্য।

পথ এখন বরাকের তীরে, জীবনের গানে
যখন তখন তুমুল বেঁচে থাকার ইচ্ছা, মনে
নবীন কিশলয়ের অপরিণত ছন্দে তাই মেতে উঠি  
দৃপ্ত অশ্বের লাগাম হাতে
মধ্যাহ্নের সূর্যরশ্মিতে টগবগ করে উঠি।
জরাকে জয় করে নিজেকে নিরাপদ দুরত্বে সরিয়ে রাখি।  






সুমিত্রা পাল সুমিত্রা পাল Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.