তাথৈ তাথৈ
শুনেছি জলের ডাক, দুটি পায়ে তাথৈ তাথৈ
লুকোনো দানায় আজ রাঁধা হলো ভাত
অন্নব্যঞ্জনের ঘ্রাণ, আহা
বাতাসের গায়ে গায়ে ঘোরে
অবেলায় বৃষ্টি এলো, যেন সে ভেজাতেই চায়
বারণ করে নি কেউ, কোনো চোখ বিস্ময়বাচক
খোলা কাঁধে হাত রেখে পুরস্কার দ্যায়...
জল ডেকেছিলো তাই ভিজেছি বৃষ্টিতে
প্রিয় খাদ্যের ঘ্রাণ প্রতিবেশী বাড়িটার উঠোন পেরোয়
ভারি পর্দার পাশে, দ্যাখো আমি সুষমায় জাগি
প্রণব বসুরায়
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন