অপেক্ষা.....বৃষ্টি আর মন খারাপের গান
মনের জানালা খুলে...দাঁড়াও
স্বপ্নের বারান্দায়...
সঙ্গে তোমার শান্তির আরাম-কেদারা
নিয়ন বাতি আর বিজ্ঞাপনে ঢাকা, শহরে
তুমি হয়ে যাও একাকি....দিশেহারা
ভেতরের চেনা গন্ধ...কাটিয়ে ফেলে,
গায়ে লাগাও অচেনা, টাটকা বাতাস
তবু বৃথা চেষ্টা কর ভুলবার নিজের...
সত্তা ঘেরা তাজা ফুলের সুবাস
ঠিক তখনই...আচমকা...কোনো মেঘ
ছুটে চলে আসে...নিম্নচাপের টানে..
ঢুকে যায় সোজা জানালা খুলে...ভেতরে
একেবারে তোমার...আমিত্ত্বর মাঝখানে
সেই মেঘে লেগে থাকে কিছু..
ফোঁটা ফোঁটা বৃষ্টি...
ঝরে পরে যা তোমার কোলের ওপর
নিংড়ে নিয়ে তোমার...যত বেদনা...
রুপ খুঁজে নেয় এক একটি ফোঁটার ভেতর
শেষ হয়...তোমার শান্তির অভিযান...
সূর্য ওঠে....পূব আকাশ হাসে
সুর করে বুঝি গেয়ে ওঠে তোমার হ্রদয়...
"আহা কি আনন্দ আকাশে বাতাসে!"
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন