জনমত
সত্যিই কে কার আপনজন!
আপন-পর দূর থাক, নিঃশ্বাসও কিনতে হয়
কেনা টাটকা, বিশুদ্ধ অক্সিজেন মুখোশ এনে বলে
"নে পর... 'রেহেম'-এর হাওয়া দিলাম তোর মুখে"
পয়সা নিয়ে মুখে হাওয়া তো দিলি,
আগুন দিতে আর কতো নিবি হারামজাদা?
সাত পাঁচ ভেবে কূল না পেয়ে
"আমিই অগ্রদানী হবো" বলে
আস্ত একটা অগ্নিকুণ্ডই গিলে ফেললো হতভাগা!
বলিহারি খিদে! বিলকুল হজম!
এমনিতেই শিক্ষিতরা বেশি শোনেন, তায় কানে গোঁজা ছিপি
আর গলায় "আপনি বলুন" ঝুলিয়ে পাশ করা কসাই বলে
"মশাই, একটু 'অ্যাটি'র বিশেষ দরকার"...
এ বিষয়ে কি বলেন। সুধী নাগরিক-সরকার?
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন