বুঝতে পারি
তুমি ভেবে নিতেই পারো
নতুনের হাত ধরে হেঁটে যাবে এক পথ।
তুমি ভাবতেই পারো সব নতুনতর শপথ।
তুমি ভেবে নিতেই পারো
অনন্তচেতনা অন্য আত্মা তোমায় দিতে পারে
খুঁজে নিতে পারো প্রাণ...অন্তরীক্ষের পাতাবাহারে...
তুমি ভেবে নিতেই পারো
চুড়ান্ত সব সফলতা আজ সত্য বলেই স্থির
মিথ্যা ভালবাসাই যে অভিশাপ, একদিন অস্থির।
তুমি ভেবে নিতেই পারো
খেলা খেলা সব ভালবাসা পরীক্ষা দিতে হয়
তুমি জীবন কী বোঝোনি, এটাই সংশয়।
তুমি ভেবে নিতেই পারো
বাংলার বাঙালিয়ানা গৃহস্থালী সাজটুকু সপ্তপদী
তুমি জানো পাহাড়েই বরফ গলা জলের উৎপত্তি।
তুমি ভেবে নিতেই পারো
আমায় এড়িয়ে সংসার সন্তান সুখে সুখী গৃহকোণ
তুমি আজও বোঝনি, কে তোমার প্রিয় আপনজন।
তুমি ভেবে নিতেই পারো
সোহাগী সিঁদুর শাখাতে লাগালেই অস্থির সুখ
তুমি জান না, মৃত্যুর আগেও কে তোমার প্রিয়মুখ...
তুমি ভেবে নিতেই পারো
এসব অভিশাপের কথা বলছি কেন তোমায়
আমি জানি, সব কিছুতেই মনে পরে আমায়।
সমাদ্দ্রি
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন