আবার দেখা হবে
রাস্তার পর রাস্তা
আজ এত শিমূল কি আনন্দে ফুটে আছে?
এরা কি বাড়ি থেকে বেরোনোর সময়ে তোকে দেখেনি?
অমাবস্যা শুধুমাত্র একটা তিথির নাম?
হয়তো নয়
নয়তো,
হয় এরকম বিষাদ যাপন?
হয়?
হাওড়া ব্রিজ চলে এলে যেদিন লাড্ডু কেন দানাদারও দুচক্ষে বিষাদ ঢেলে দেয়
কোন আইড্রপে এ জ্বলন কমবে
বলতে পারি না...
বলতে না পারা মুহুর্তদের জল দিই, দানা দিই
পাশে, কাঁধে বসিয়ে খুব তোয়াজ করি,
বলতে না পারা পা চেপে ধরে
আর তুই চটি এগিয়ে দিলে
'আচ্ছা যা' টুকু কানের দুলে গেঁথে নিই, চলে আসি
ফেলে আসা ছাতা তখন আমার হয়ে বলে
আবার দেখা হবে।
সাগরিকা ঘোষ
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
মে ০৮, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন