স্মৃতির ধারাপাতে
বর্ণিল একটা সন্ধ্যা ডুবে যায়
স্মৃতির ধারাপাতে,
স্তিমিত আলোয় রাস্তা চিনে
পোষা সুখগুলো ফেরে ঘরে।
বাইরে উড়ছে পাওয়া না পাওয়ার
হিসাব খাতার ভষ্ম
মনের ঘরে আগল তোলা আদুরে সময়
বুকের তাপে উষ্ণ।
নিশ্চিন্ত ঘুমে মগ্ন চড়ুই
কড়ি-বর্গার কাঠে,
নিশ্চিন্ততা অতি ছোঁয়াচে সুখ
উষ্ণতার পরিমাপে।
আশ্বাসের বিছানায় পাতা থাক
ভরসার বালিশ,
রাত বয়ে যায় ঘুম নেই কেন!
.......... রাতচোরাদের নালিশ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন