পৃথিবীর কান্না
বন্দুকের শেষ ডগায় যুগটা দাঁড়িয়ে আছে ।
যেন একবার ট্রিগার টিপলেই সব শেষ ।
সব শেষ হয়ে আসে যেন ।
চারপাশ অন্ধকার ।
এই সুন্দর পৃথিবীটা যেন কাঁদে ,
কেঁদে কেঁদে বলে,
আমায় ফুল দাও, বীজ দাও,
শুদ্ধ স্বচ্ছ জল হাওয়া দাও ।
কিন্তু কে দেবে ?
বন্দুকের গুলি যে আজ খাদ্য ।
বারুদ, আগুন যে তরকারি ।
ওইসব মেখে মেখে প্রতিদিন তাকে খেতে হয়,
বিষবাষ্প অন্তরে টেনে,
পৃথিবী যেন আজ বলে,
আমাকে বাঁচতে দাও ।
সুন্দর হোক রঙে রঙে,
আজ রক্তের রঙ হোক পলাশ ।
হিংসার কালো রং যেন হয় রাতের আকাশ ।
কিংবা নারীর কেশ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন