ও, মন
সে যেন সব পরশ করে গেছে
শব্দ আর ঠিকানাবিহীন নীলরঙেরই খাম;
হারিয়ে যাওয়া নৌকা ঘাটে ফেরে
পুরানো ঘাটে ছলাত্ ছলাত্ ঢেউয়ের সর্বনাম...
নতুন সিঁড়িতে ঘাট উঠেছে ভরে,
স্মৃতি তবু বটের নীচে নবীন কোনো রাধা ও শ্যাম; ভালোবাসা তোমার ছুঁয়ায় ভরে সবই যেন একইরকম,
বদলেছে শুধু ডাকনাম।
গল্পগুলো আজও নুপূর পায়ে
ছবির মতোই ভাসে, সংলাপে নাচে অবিরাম-
কথক শুধু আজ ও মন তুমি!
শ্রোতা সেই আমি, তোমার অপেক্ষারই গ্রাম।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন