ও সোনা বৌ
ও সোনা বৌ, ও সোনা বৌ
শোনো খবর খাসা;
ভোট এসেছে, ভোট এসেছে
আছে কি আসন পাতা?
রাজা আসবে প্রজার ঘরে
হাতে রাখবে হাত;
মন গলিয়ে পরাবে তোমায়
রূপকথারই সাজ!
ভোট ফুরালে প্রতিশ্রুতি
করবে তোমায় ধর্ষণ...
আজ ভাবো পাতবে কিনা
ঢপের রাজার আসন!
বদলের দেশে
পোষাকের রঙ বাড়ির রঙ
বদলায় দিনেরাতে,
বদলায় রঙ রাজনেতারা
চিহ্ন বদলায় সাথে।
বদলের এই আপনদেশে
বুদ্ধিজীবি ভাঁড়,
নীতিও ইতিহাস কথা
এখন রীতি-রাজ।
ভণ্ডামি তার সংবিধান
লুণ্ঠন তার ধারা,
দুর্নীতিটা কোষাধ্যক্ষ
প্রজারা দিশাহারা।
ভোট বাজারে চমক-সঙ্
বসন্ত উত্সব,
মিথ্যা রঙের বেলুন ফাটে
সত্য রঙটি শব।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন