একান্ত-নিরালায়
একান্ত নিরালায় নগ্ন মাতৃমুর্তি -
'তোমার' অধিবাস, নবপত্রিকার মাঝে , ন 'টি গলিত বোধনের শব !
একান্ত নিরালায় , স্ব-বাহিনী মাতৃমুর্তি - সন্ধিপূজার লগ্নে , সুগন্ধির ছোঁয়ায় ,
ঢাকের বাদ্যির ছন্দে আর্ত ভিখারীর আবেদন !
নির্জনে ' পাঁচটি চোখের ' কথায় -
ক্ষুধাতুর শিশুর দেবী গান !
তোমার সিন্দুর চর্চিত কপালে,চূর্ণ চিকুরে, বিসর্জন - আর ....
আমাদের সকলের নূতন বিজ্ঞাপন চর্চা ;
মা আসবে , বিজ্ঞাপন বিকোবে -
নির্জন-নিরালায় একান্ত সংগোপনে ,
পাঁচটি চোখের নির্জলা ভাষায় শুরু হবে
নতুন দিনের নব অধিবাস !
হয়তো সেদিন সব ' শব ' শেষ হয়ে যাবে ,
থাকবে, তোমাদের-আমাদের ইথারে ভেসে আসা প্রেমের মন্ত্রধ্বনির মধ্য দিয়ে
নবপত্রিকা আর ক্ষুধাহীনদের "মাতৃবন্দনা"!
সন্ধান

হাজার মুখোশ পরা চেনা মানুষের ভিড়ে
খুঁজে চলেছি -
ধরা দিলেও , ছেড়েছি বারে বারে
তাই , শরতে ভোরের ফুলে আঘ্রাণে শুধুই খুঁজি তোমায় ;
সবই ভুল, ক্লান্ত আমরাই আমি ; একফোঁটা শান্তি একফোঁটা মৃত্য -
অশ্রু অবিশ্রান্ত !
ভাল থেকো তুমি , শিউলি স্নিগ্ধ মাঝে -
হিমেল হাওয়া পাহাড়ী নদীর পেলব স্পর্শ শীতল হোক তোমার উষ্ণ বক্ষ -
অ-মুখোশের কাছে ...
অন্তর্লীন

কান্নার শব্দ শুনতে কি পাও ?
গলা অবধি কান্নার ভাষা কি বোঝো ?
যদি বুঝতে,তাহলে বারবার চুম্বন করতে !
লাল-নীল স্বপ্ন ভেঙে মাঝরাতে -
দেখি ধর্ষণ করেছে সময় !!
গলাকাটা মানুষের ভিড়ে হয়তো মরচে
হৃদয় হাতে বিক্রি করছি প্রতিনিয়ত -
আমাকে নেবে কি তোমার অধর-ওষ্ঠের
সংগমস্থল ! যেখানে তির তির করে ,
স্পন্দিত হয় পাহাড়ী নামহীন ঝর্ণার ছন্দ !
জানি,ছুঁড়ে ফেলে দেবে -নির্যাসের পর ;
তারপর ! নেই কোন উত্তর -
বেশ্যা ঘরের গত রাতের বাবুর মতো
কালচে বেলকুঁড়ির মালার পরে থাকবো!!
1 মন্তব্যসমূহ
ভীষণ ভালো লাগা। রেখে গেলাম। প্রিয় কবি পবিত্র চক্রবতী দাদা
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন