এপিটাফ
মদ না ছুঁয়েও নেশায় বুঁদ হয়ে থাকতে পারি চিরদিন -
একটা সাদা দুরন্ত ঘোড়া দাপিয়ে বেড়ায় মস্তিষ্ক জুড়ে । সুন্দরী , আমায় নাইবা ভালবাসলে শুধু রাঙানো ঠোঁটের মিষ্টি হাসি দিও উপহার ।
কতোদিন আত্মজ্ঞানহীন আমি নিঃসাড়ে অপমানের আগুনে পুড়ি , শরীরজুড়ে থাকে শববস্ত্র নীলাভ রশ্মি চুম্বন করতে চায় সর্বক্ষণ । তৃষ্ণার্ত বালকের মতন তোমার কোলে মুখ ডোবাই রক্তনদী ।
কোনো কিছুর ব্যর্থতা আমাকে শোক নয় , ক্রোধ নয় কিছুই স্পর্শ করেনা ।
প্রেমিক চন্ডালের মতন ছাই ঘাটি , জল ঢালি , জল ঢালি , ছাই ঘাটি ।
মদ না ছুঁয়েও নেশায় বুঁদ হয়ে থাকতে পারি চিরদিন । একটা সাদা দুরন্ত ঘোড়া দাপিয়ে বেড়ায় মস্তিষ্কজুড়ে ।
ক্যানভাস
ভালোবাসার শস্য বুনেছি হৃদয়ে তানপুরায় ধরেছি ইমনকল্যাণ , সব কলুষতার শেষ দেখতে চেয়েছি , বাউল কন্ঠে মুক্তির গান শুনেছি প্রান্তরে ..... মৃত্যুকে ভয় পাইনি তাই জীবনকে চিনেছি , বর্ষায় বুক চিতিয়ে দাঁড়িয়েছি বর্ষণে , শীতে ছুটে গিয়েছি হিমালয়ের কাছে , গ্রীস্মে লিখেছি আগুন ঝরানো কবিতা । বন্ধুত্বের শিকড় গেঁথেছি মনের আঙ্গিনায় , দর্পণের কাছে নিভৃতে জানতে চেয়েছি সত্য । ভালোবাসার সব শস্য বুনেছি হৃদয়ে - সাদা পায়রার ছবিতে ভরিয়ে দিয়েছি বিবেকের ক্যানভাস ।
জন্মভূমি

ধর্মকে চাটে অধর্ম
বিবেককে চাটে ক্ষোভ ,
পুড়ে খাঁক হোক কুকর্ম
বিকৃতি আর লোভ ।
সর্বত্রই রাজনীতি
অধঃপতিত সমাজ ক্ষয়িষ্ণু
হারিয়ে যায় সুনীতি
সন্ত্রাসেও সাজো সহিষ্ণু !
ভোট বড়ো কথা -
কাকে বলে অরাজকতা ?
হিংসায় দীর্ণ পৃথিবী
দেখি মৃত মানুষের ছবি ,
দুর্নীতি যদি উন্নয়ণ হয়
ভোটলুঠ যদি মানুষের জয় , দেশপ্রেমের চাইতে
আগে ক্ষমতার লোভ -
কে কতো পাবে ভাগে
বাড়ে মানুষের বিক্ষোভ ,.,
শিক্ষা ,সাস্হ্য আর প্রশাসন সবেতেই ঢপের উন্নয়ন -
এ দেশেতে কেউ নিরপদ নয় চারদিকেই অশুভ
শক্তির জয় কাঁদো প্রিয় স্বদেশ ,মাতৃভূমি ,এই দেশেতেই জন্ম আমার , এই
দেশেতেই মরি ,দেখো তুমি ,
বিপদের মুখোমুখি দাঁড়াবার আছে সাহস ,
তবু পালাবোনা আঘাতে আঘাতে রক্তাক্ত হবো বা মরে যাবো
কিন্তু হারবো না প্রিয় স্বদেশ আমি শহীদ হবো ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন