লিপিকা ঘোষ




অঙ্কন শিল্প 

নদীর জলে হাত ডুবিয়ে দিলাম ।
আমাকে দেখাদেখি তুমিও এসে নদীর জলে হাত ডুবিয়ে দিলে ।
আমাকে আর তোমাকে দেখাদেখি ওরাও এসে নদীর জলে হাত ডুবিয়ে দিল ।
শীতল বহমান জল , ধুয়ে নিয়ে যাচ্ছে , ছুঁয়ে নিয়ে যাচ্ছে
আমি তুমি ওরা সবাই স্রোতের মধ্যে হাত ডুবিয়ে রেখেছি ।
আমি তুমি ওরা সবাই খুব পাশে পাশেই আছি । আর একটা নদী বয়ে যাচ্ছে ।
ছবিটা এরকমই আঁকতে চাই আমি । আঁকছি ।



জন্ম 

মার্চ মাসের বিকেল ।
গলানো সোনার বিকেল ।
দু হাত পেতে আছি । আঁজলা করে ধরে রাখছি ।
সোনা রঙ গলে নামছে । আঙুলের ফাঁক-ফোকর গলে নামছে ।
সেদিনও এক মার্চ মাসের বিকেল ছিল ।
সেদিনও এমনি করে সোনা গলে নেমেছিল ।
আর আমি আঁজলা করে ধরে রেখেছিলাম আজ যেমনটা রাখছি ।
আমার ভাবনাগুলো ঠিক এমনতর কেন হয় !
আমার ভাবনাগুলো ঠিক যেখানে শেষ হয়ে যায়
ঠিক সেখান থেকেই আবার শুরুও হয় ।
এমনটাই তো হওয়ার কথা । তাই ঠিক এরকমই হয় ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ