হামিম হোসেন মণ্ডল


চোখের জলে বিদায়


শিক্ষকতাকে লক্ষ্য রেখে
বড় আশা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ
নিতে আসি মডেল পিটিটিআই-এ।

কলেজে প্রথম দিনে পরিচয় ঘটে
বেশ কিছু নতুন বন্ধু-বান্ধবিদের সাথে।
ধিরে ধিরে কেউ হয়ে ওঠে খাস,
কেউ আপনজন; কেউ ‘তুই’, কেউ ‘তুমি’।

শ্রদ্ধেয় ও প্রিয় স্যার-ম্যাডামদের
মুখগুলোও আজ চোখের জলে
ছবি হয়ে ভাসছে।
ক্রমশঃ আবছা লাগছে চারপাশ।

দেখতে দেখতে দু’টো বছর
অতিবাহিত;এল সেই করুণ
বিদায়বেলা। নিয়ে যাবো শংসাপত্র,
আর চোখের জলে বিনিময় হবে
কলেজের সেই মধুর স্মৃতিগুলো।
বিদায় – মডেল পিটিটিআই।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ