স্বপ্ন নলক পরে বসন্তে
স্বপ্ন নলক পরে বসন্তে। সাত রঙে রাঙা সকাল সাঁঝ। পাখ পাখালির রং ধরা ঠোঁট। লেজে রঙের বাহার। চাতুরতারা খসে পরে খোলস। সব আজ দৃশ্যমান। নক্ষত্রের মতো জ্বল জ্বল করে। সাঁঝ ঘনালেই তারাদের বিন্যাশ। কবিতার ছন্দে একি হাওয়ার দোল। মুখে মুখে বাজে গুন গুনিয়ে গান। ফুল চুমে ভ্রমর গায়ে রং মাখে। আঁড়াল আবডালে মিলন প্রদাহ। লুকোচুড়ির বাহানায় প্রজাপ্রতি উড়ে উড়ে ঘুরে ঘুরে। যাতনা বিরহ ভুলে।
অবচেতন মন
অবচেতন মন। খেরো খাতা। আঁকি বুকি সাদা কালো ছাপ আঁকা। কত কালের পুরনো। বংশ পরম্পপরা। কৈশর কাল। যৌবন, প্রেম বিলাস, বিরহ। যাপতি কাল। পথ থেকে পথিক। সমাজ মগ্নতায় ডুবে। আন্দোলন বিদ্রোহ। বাঁচার জন্য লড়া্ই। প্রেমের জন্য লড়াই। যাপিত জীবনে লড়াই। কালে কালে ছড়িয়েছে জীবন। ছড়িয়েছে জীবন যাপন জীবন বোধ। তুবও মিলেনি ক্লান্তি। দ্রোহ দ্বেষ হিংসা মিথ্যা কালে কালে। ঐ সুদূর দিগন্তে চেয়ে চেয়ে স্বপ্ন বোনা ক্ষণ।
১৪২২/২২, ফাল্গুন/ বসন্তকাল।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন