রবীন্দ্রনাথ
পাঠের সহজ মুখ শিক্ষার অঙ্গনে
শিশুতোষ কাব্যগাঁথা কল্পলোক ছন্দে
ভাষার উচ্ছ্বাস সিন্ধু সাহিত্য কথনে
পিঠে ব্যাগ শিশুটিও উদ্বেল রবীন্দ্রে ।
বাঙালীর জাগরণ বাংলার বিকাশ
পশ্চিমী অনুকরণে নিজস্ব হারায়
‘সঞ্চয়িতা’ তবুও তো যুগের প্রকাশ
রবীন্দ্র সঙ্গীত সুর প্রাণ খুঁজে পায় ।
বাঙালীর মুখে মুখে কত কথা বলো
চোখের দৃষ্টিকে তুমি করো জাগরিত
ভাষার দিশাতে তুমি জ্বেলে কত আলো
বাংলার অন্তর জুড়ে হও অবারিত ।
রবীন্দ্র জীয়ন কাঠি লাগুক এ প্রাণে
বিশ্ব মাঝে বাংলা মুখ বাঁচুক সম্মানে ।।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন