শুভ আঢ্য



যাওয়া



‘থাকো’ এটাও যে চলে যাবার ভাষা হতে পারে
বুঝতে বুঝতেই চিনি শেষ, চা পাতাও;
সেরকম করেই একটা সপ্তাহ

আরও কিছুটা ময়লা হয়ে উঠল মন ও শোবার জায়গা।
এসো, দেখো কীভাবে আমি জড়িয়ে নিয়েছি
নিমতলা, কীর্তন ও সিগারেট

সুতরাং কথক আসে, প্রেম শেষ হলে
বুনে যায় কথার পেরেক, চলে যাওয়াও
কেন যে এত সঙ্গীতময় হয়ে ওঠে




ভগবান
(প্রখ্যাত অভিনেতা তুলসী চক্রবর্তী স্মরণে)


ঘাম দেওয়া কলেবর, পৈতে মার্জিনে রেখে
প্রকৃতই ভূস্বামী হয়ে ওঠো, হুঁকো হাতে

ভোলানাথ

গ্রামের বিঘে চল্লিশেক, উঠোন আর পুকুর।
ফসল ফলে ওঠে কলকাতায়
স্কুলে পড়ে, বড় হয়ে ওঠে

এক ছটাক আদরে প্রণয় সেরে নাও।
ভগবান গেরস্ত বই কিছু নয়




একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. সুন্দর লিখেছো দাদা, দ্বিতীয় টি আমার বেশি ভালো লাগলো ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ। তুলসী চক্রবর্তী নিজেই তুলনাহীন ছিলেন। আমি তো খালি শ্রদ্ধা অর্পণ করেছি মাত্র।

      মুছুন
    2. ধন্যবাদ। তুলসী চক্রবর্তী নিজেই তুলনাহীন ছিলেন। আমি তো খালি শ্রদ্ধা অর্পণ করেছি মাত্র।

      মুছুন

সুচিন্তিত মতামত দিন