মাহমুদ নজির




তোমাকে নিয়ে


ভাবছি তোমাকে নিয়ে
একটি দীর্ঘ প্রেমের কবিতা লিখবো আজ।
স্বপ্ন আর ভালবাসার রঙে
গোলাপের মতো ফুটে থাকবে
প্রতিটি শব্দ, ছন্দ, উপমা!
প্রতিটি অক্ষরে অক্ষরে ঝুলে থাকবে
আমাদের আগামীর সুখ ও শান্তির
সোনালি সুদিন!  প্রতিটি চরন হবে
সুরের ঝংকারে আলোকিত কাব্যময়।
ভাবছি সেই কথায় অন্তহীন, অন্তরঙ্গ
চেতনার আবেশে। রাতঘুম
বিসর্জন দিয়ে  দুঃসাহসিক দূরন্ত
প্রেমিকের মতো ছুটে চলছি পথ...
একটি কবিতা যদি জেগে ওঠে স্মৃতির পাতায়,
একটি কবিতা যদি লেখা হয়
ফুল, পাখি, ফড়িং, প্রজাপতির মতো।
ছলছল নদীর জোয়ারের মতো
নিস্তরঙ্গ ঢেউ তুলে মাঠে, সবুজ ছায়ায়।
তোমার হৃদয়জুড়ে আঁকতে চাই
সেই ছবি,লিখতে চাই  মন্ত্রমুগ্ধ প্রেমের কবিতা।
পৃথিবীর শ্রেষ্ঠ কবি হয়ে
আমিও বেঁচে থাকতে চাই অনন্তকাল...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ