ভাষা : এবং পয়মন্ত ফিউশন
মানচিত্রে কাটাকুটি শেষ
অলিভ মুহূর্তরা এখন সময়ের অবগুণ্ঠনে বন্দী
রিখটার স্কেলে ধরা না পড়া এই আকালের দিনেও
আমরা স্বপ্ন দেখি , গান গাই , আঁকিবুঁকি কাটি
বিশ্বাস করি , আলোও এখন ফলনশীল
ভোরের প্রথম আলোয় যে সুখজাগানিয়া সুর
সে সুরের নরম আলোয় এখন স্নান করার সময়
মৃত্যু নিশ্চিত জেনেও 'মাতৃভাষা ' কে আলিঙ্গন
ভালবাসার বিকল্পে শুদ্ধ হওয়ার এই তো ব্রাম্ভ সময়
যে মেয়ে আগুন মেখেছে গায়ে
সে মেয়ের শরীরে এখন সাপটে থাকে 'বাংলা'
কফি হাউস , সিসিডি পেরিয়ে সে মেয়ে
এখন ভাষার ক্লোরোফিলে ভরা একক ত্রিভুজ
তবুও একান্ত আলাপে আঁখি পল্লব ছুঁয়ে যায়
ভোর ভাঙা পিওনের কলিং বেলের মিসিং আওয়াজ
আজকাল আর চিঠি আসে না
জাফরানী ভালবাসা এখন ওয়াটসঅ্যাপের চিবুক ছোঁয়
রথের মেলার দোকান পাট , ভেজা রেডরোড
তেলেভাজা-জিলিপি-সিঙাড়া , মাটির খেলনা, মুখোশ
এখন সময়ের অবয়বে 'প্রয়াত'
তবুও দৃশ্যপট জুড়ে
অবারিত স্মৃতি -মেদুরতা গালিচা পেতে বসে
শোণিতের প্রতিটি কণায়
এভাবেই অমরত্ত্বের ইচ্ছেরা খেলা করে
আজীবন
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন