পলাশ কুমার পাল



শব্দশিল্পী তোমায়


হৃদয় মন্থনে শব্দেরা
প্রতিশব্দে সাহেবী হয়ে ওঠে...

বোতল খোলা শ্যাম্পেনের বুদবুদে
                 ঠোঁট লাগানো দেখনদারি,
হাততালি-বাহবা গন্ধে
রামধেনু রঙ অচেতনে নাচে...
বাড়িতে মা
স্মৃতি বুকে কাঁদে...

শৈশবে 'মা মা' বুলি
আন্দোলনে শহীদের রক্তের ভাষায় স্নাত,
আজ প্রশ্ন আঁকে কোষে কোষে
'শব্দকোষ কি ভিখারি?
নাকি বিবর্তনে বিদেশিনী শ্বাস
                 দেখানো পুতুলে খদ্দের ডাকে?'



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ