মৌসুমী মিত্র (বৈদ্য)



দূর হটো

পুবের জানলাটা খোলাই ছিল
শুধু একটু ভেজানো ছিল এটাই যা ৷
জানলায় চোখ রাখলে যতদূর দেখা যায়
শুনশান ছিল পথঘাট,
বছর কয়েক যেন থিতিয়ে পড়েছিল ৷
পথের পাশে যে সবুজ ধানক্ষেত
সেখানে ছুটত না অপু আর দুর্গারা
বলত, আলের আড়ালে দানোর বাস ৷
জানলার সোজাসুজি পলাশ গাছটা
ভুলে গিয়েছিল ফুল ফোটাতে ৷
কদিন ধরেই একটা বদল চোখে পড়ছে
বাতাসে গুনগুন শব্দ শোনা যাচ্ছে
কে বা কারা পায়ে পায়ে জড়ো হচ্ছে
একজন দুজন তিনজন চারজন ...
ভেজানো জানলা তাই ঠেলে দিতেই
ঢুকে পড়ল একঝাঁক পুবের বাতাস ৷
চোখ পড়ল পলাশ গাছটায়
লালে লাল হয়ে ভরে উঠেছে ফুলে,
পুবের রাঙা আলো গায়ে মেখে
আল ভেঙে ছুটে চলেছে অপুদুর্গার দল ৷
পতাকা হাতে এগিয়ে চলেছে আর
আওয়াজ তুলেছে কন্ঠে,
দানো তোমার দিন শেষ, দূর হটো ৷
দূর হটো, দূর হটো ৷ দূর হটো ৷৷



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ