অনিরুদ্ধ দাস



জার্নি



নদী বুকে বাঁচতে চাই
অ্যাসিলক্-আর-ডি নিয়ে,
স্যারিডন ফেলে এসেছি
অনেক আগে;

এখন আর --
নুনজল খাই না,
হাতে --গ্লুকোজ-বোতল;

একটা দেশলাই
পকেটে নিয়ে ঘুরি-
মোমপালিশ;
কার্ড সোয়াইপ করি
সঙ্গে পিনকোড;

আকাশটাকে তালুতে নিয়ে
উজির উজির খেলি;

লাইফ ইজ নাথিং
এ গ্রিমিক জার্নি...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ