শেষ দেখার পর যা হয়েছিল
আমাদের পুরাতন মুখগুলো নিয়মিত পাল্টে যায়
অথচ স্মৃতির উল্টো পিঠে বাঁধা থাকে সব পৌরাণিক কাহিনী
যে ভালোবাসতে জানে চুমো দেয়ার অধিকার তারই থাকা উচিৎ
নয়তো শূন্যেই পড়ে থাকবে জ্যোৎস্না মোড়ানো প্রেম।
আমাদের আনন্দগুলো নাকি বিবর্ণ হয়ে গেছে কাশ্মীরি রংঢংয়ে
ক্লান্ত পৃথিবীতে শাদা সুখ খুঁজে খুঁজে ভাবি আমিও মানুষ ছিলাম
দশর্কের হাততালি পাওয়ার আশায় ভুলে গেছি মৃত্যুশোক।
অশান্ত পৃথিবীতে শেষ দেখার পর কে মনে রাখে পথের ঠিকানা
স্রোতহীন নদীতেও আজকাল ভেসে যায় তৃণের সংসার।
ইতিহাসের পাঠ

বিস্ময় ভরা চোখে পথের দূরত্ব মেপেই এতদূর এসেছি হেঁটে
আততায়ী রাত উদভ্রান্ত আলোক শিখায় নিঃসঙ্গ স্মৃতি
শুদ্ধতা কোথায়? রক্তক্ষরণের দহন জ্বালায় ঝরছি আমি নিত্য
যে ঘুড়ি শূন্যে দিয়েছি ছেড়ে তাঁর আশা তো ছাড়িনি আমি।
সাহসী পুরুষ, রাতের আঁধার ছিঁড়ে অনিদ্রার সুখে ভাসি
জোনাক শরীর বুকে একটা মৃত্যুকামড় দিতে চাই
অসংখ্য ইচ্ছের ভীড়ে পোড় খাওয়া স্বপ্নেরা দীর্ঘশ্বাস ছাড়ে।
এসব শূন্যতার আগ্রাসন, বধির প্রহসনে পেরিয়ে যাই ধূপছায়া পথ
মায়াদৃষ্টি ছড়িয়ে দিওনা ও পথে
আহা! আমার কৈশোরকাল তুমি দীর্ঘজীবী হও
এই পথে হেঁটে হেঁটে নিই ইতিহাসের পাঠ।
হারানো ভবিষ্যৎ

বুকের ভেতর থেকে যে পাখিটা উড়ে যায় আমরা তাঁর পরিচয় জানি
শামুক ব্যথায় যখন কেউ পড়ে থাকে বিবর্ণ হয়ে তখন বলি,
ভাগ্য তাঁর সহায় ছিলনা।
সদ্যোজাত শিশুর মতো কিছু অনিশ্চয়তার বীজ রোপন করে
পবিত্রতা ঘোষণা করি ক্রুশ বিদ্ধ যীশু হওয়ার আশায়।
শীত শহরে ডুব দিয়ে সারারাত মৃত্যুর সাথেই থাকি
তারপরেও নর্তকীর নগ্নতা দেখি উষ্ণ হওয়ার আশায়
এসব নৃত্যকলা আমাদেরও আছে জানা ঢের
পূর্ণ দৃশ্যাবলী দেখতে চাই বলে বিদ্রোহী চোখ খুলে আছি
শূন্য জীবন নিয়ে ক্ষুধার চাকায় পেরিয়ে যাচ্ছি আজব শহর
মুদ্রা দোষে শুধু হারিয়ে ফেলেছি ভবিষ্যৎ।
"মা"

মাকে ছাড়া পৃথিবী!
কল্পনাই করতে পারতাম না একসময়
আজ মা নেই......
শুধু শূন্য পৃথিবীই ঘুরছে আমার চারদিকে।
এটি নিছক একটা প্রেমের কবিতা

একটা রাত নাহয় আমার জন্যে বরাদ্দ রেখ সখি
অদ্ভুত আগামীর পথ ধরে যেন হেটে যেতে পারি পাশাপাশি
বিমুগ্ধ আগুনমুখে যদি একবার বলো ভালোবাসি
আমি সমস্ত শূন্যতা বুকে নিয়ে ঈশ্বরের সাথে লড়তে রাজি আছি।
পৃথিবীর্ আলো যদি কোন দিন নিভে আসে এই বেদুঈন শহরে
নির্লিপ্ত সে রাতে আমি হবো নিয়ন বাতি
তৃষ্ণার্ত চিবুক বেয়ে সমস্ত কোমলতা দেবো ঢেলে।
শুধু পটলচেরা চোখটা তুলে দেখো একবার
বিপরীত প্রেমের স্রোতে ভেসে যাচ্ছে যে প্রেমিক
অভিমানী বিকেলের রোদে এবার সে উল্লাসে ফেটে পড়তে রাজি।
হারাবার ভয়

হাওয়ার সিঁড়ি ভেঙ্গে যে মেয়েটি হাঁটছিল আকাশ পথে
সেও দেখছিল সবুজ পাতায় রোদ্দুর ভরা সুখ
অদ্ভুত কিছু অপেক্ষা এসে যখন দাঁড়িয়ে যায় দুয়ারে
তখন প্রাগৈতিহাসিক স্রোতে ভেসে যায় তাঁর সব শূন্যসুখ।
শোক স্বপ্ন দেখে যদি ঘুমিয়ে পড়ো আমার শান বাঁধানো হৃদয়ে
তবে নাব্যতা সংকটে পড়ে যাবে সব মাতাল প্রেমের কারিগর,
জন্মটা পাপ নয়, প্রতীক্ষার প্রহর দীর্ঘ হয় সেতো মানুষের কারণে।
আমরা তো আমিষভোজী, রক্ত দেখলে থাকতে পারি না স্থির
জীব প্রেম ভুলে সুনিপুণ কৌশলে কিছুটা উষ্ণতার আশায়
রাতের হেরেমে বসে দোতরা বাজিয়ে যাই।
যে সুখের আশায় ভেঙ্গে চলছো আকাশ পথ
সে তো বড়ই বন্ধুর,
প্রতিশ্রুতির ভাঙ্গা নৌকায় কখনো পা দিতে নেই
কিছু হারাবার ভয় সবসময় হৃদয়ে লালন করতে হয়।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন