বসন্ত-বিদায়
(১)
তুমি আমায় মুছে ফেলো
আমিও মুছি তোমায় যতটা যায় পারা,
প্রলাপের গভীরে একত্রিত যে বিষকণা
আর কোথায় কোথায় ধারনা ধারন করে
এই বেশ আছি আমরা!
(২)
যদি চোখ তুলে চাও
বসন্ত ফুলের পাপড়ি এনে দেবো,
যদি মন রাখো এইখানে
এক্কেবারে তোমারই হবো।
(৩)
সত্যি যদি মৃত্যু চাও
ওইখানে মরে যাও
গহন অন্ধকারে,
যেখানে ধর্ম নেই, সহিষ্ণুতার প্রশ্ন নেই
প্রেম নিয়ে কিছু বলা সমীচীন নয়
এখন এই অন্ধকারে!
(১)
তুমি আমায় মুছে ফেলো
আমিও মুছি তোমায় যতটা যায় পারা,
প্রলাপের গভীরে একত্রিত যে বিষকণা
আর কোথায় কোথায় ধারনা ধারন করে
এই বেশ আছি আমরা!
(২)
যদি চোখ তুলে চাও
বসন্ত ফুলের পাপড়ি এনে দেবো,
যদি মন রাখো এইখানে
এক্কেবারে তোমারই হবো।
(৩)
সত্যি যদি মৃত্যু চাও
ওইখানে মরে যাও
গহন অন্ধকারে,
যেখানে ধর্ম নেই, সহিষ্ণুতার প্রশ্ন নেই
প্রেম নিয়ে কিছু বলা সমীচীন নয়
এখন এই অন্ধকারে!
দেবাশীষ জানা
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন